
প্রতিদিন কাকডাকা ভোরে রাজধানীর মাতুয়াইল ময়লার ভাগাড়ে ছুটে যান কহিনূর। জীবিকার তাগিদে ময়লার ভাগাড় থেকে সারাদিন বিভিন্ন সামগ্রী কুড়িয়ে বস্তায় ভরেন।
মনে এক রাশ স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত দুর্গন্ধ, বায়ু এবং প্লাস্টিক দূষণের মধ্য দিয়ে কাটে তার জীবন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘কহিনূর’।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ছবির টিজারে নতুন লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে। ওয়াটারএইড এবং হু গিভস এ ক্রাপের যৌথ উদ্যোগে এটি পরিচালনা করেছেন কামরুল হাসান।
‘কহিনূর’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মম বলেন, আমাদের সমাজে কহিনূরের মতো হাজারো মানুষ রয়েছে।
এতদিন দূর থেকে তাদের জীবন দেখেছি। যখন কহিনূর সিনেমার কাজে মাতুয়াইলে ময়লার ভাগাড়ে গেলাম, তখন কাছে থেকে দেখলাম; উপলব্ধি করলাম তাদের জীবন।
সত্যিই তারা একটু স্বপ্নের জন্য কত কষ্টই না সহ্য করে!
কহিনূরের মতো এমন এক চরিত্রে অভিনয় আমার জীবনের একটি বিশেষ কাজ হয়ে রইল। বৃহস্পতিবার ওয়াটারএইডের ফেসবুক ও ইউটিউবে এই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি দেওয়া হয়।