খেলাধুলা

আরো একবার উইম্বলডনে খেলতে চান ফেদেরার

আরো একবার উইম্বলডনে খেলতে চান ফেদেরার

এই প্রথম কোনো উইম্বলডন আসর যেখানে অভিষেকের পর খেলছেন না রজার ফেদেরার। তবে অল ইংল্যান্ড ক্লাবে সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে এই কিংবদন্তি সুইস তারকা বললেন, অন্তত আরো একবার খেলতে চান প্রিয় আঙিনায়।

রোববার উইম্বলডনে সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে এদিন তারার মেলা বসেছিল সেখানে। পারফর্ম করেন স্যার ক্লিফ রিচার্ড, ব্রিটিশ গায়িকা ফ্রেয়া রাইডিংস।

ভেনাস উইলিয়ামস-সহ উপস্থিত ছিলেন সাবেক অনেক চ্যাম্পিয়ন। উইম্বলডনে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফেদেরার হাঁটুর চোটের কারণে এবার খেলতে পারছেন না।

৪০ বছর বয়সী তারকার জন্য সেন্টার কোর্ট নিশ্চিতভাবেই প্রিয় মঞ্চ। সেখানে র‍্যাকেট হাতে আবারো ফেরার ইচ্ছার কথা জানালেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

তিনি বলেন, অন্য চ্যাম্পিয়নদের সঙ্গে এখানে থাকতে পেরে দারুণ লাগছে। আমি সৌভাগ্যবান যে এই কোর্টে অনেক ম্যাচ খেলেছি। এটা আমাকে সবচেয়ে বড় জয় এবং সবচেয়ে বড় পরাজয় দিয়েছে। আশা করি, আমি এখানে আরও একবার ফিরে আসতে পারব।

১৯২২ সালে গ্রাস কোর্টের এই টুর্নামেন্ট চার্চ রোডে স্থানান্তরিত হয়। একই বছর উদ্বোধন হয় সেন্টার কোর্টের। মাত্র ৯ মাসে নির্মিত স্টেডিয়ামটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেনিস স্টেডিয়াম।
যার দর্শকধারণ ক্ষমতা ১৪ হাজার ৯৭৯।

Related Articles

Back to top button