খেলাধুলা

উইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিলেন আফিফ-রিয়াদরা

উইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিলেন আফিফ-রিয়াদরা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-২০ আর ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।
সাদা পোশাকের ফরম্যাট দিয়ে মাঠে গড়িয়েছে দুই দলের লড়াই। যেখানে টেস্ট দলের ক্রিকেটাররা আগেই রওনা করেছেন। এবার তাসকিন আহমেদ ছাড়া বাকি ক্রিকেটাররা দেশ ছেড়েছেন।

শেষভাগে এই বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন টি-২০ দলের অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুনিম শাহরিয়ার। শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানে চেপে ঢাকা ছাড়েন তারা।

ঢাকা থেকে রিয়াদদের বহনকারী বিমান সিলেট হয়ে যুক্তরাজ্য থেকে উইন্ডিজ যাবে। তবে এই দলের সঙ্গে যুক্ত হতে পারেননি তাসকিন আহমেদ। সবশেষ ক্রিকেটার হিসেবে আজ রাত ৭.৪০টায় ঢাকা ত্যাগ করবেন এই ডানহাতি পেসার।

টেস্টের পরই শুরু হবে টি-২০ সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-২০ হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-২০। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। এই সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

Related Articles

Back to top button