ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সীমান্ত বাণিজ্য ব্যবস্থার উন্নয়নসহ বাণিজ্য সহজীকরণে বাংলাদেশকে ১৪ কোটি ৩০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
গতকাল এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
।
এতে বলা হয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।
এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এই ঋণ সহায়তা ২০২৭ সালের মধ্যে আখাউড়া, সাতমসজিদ এবং তামাবিল হয়ে আমদানি ও রপ্তানির কার্গো পরিবহন এখনকার তুলনায় ৫০ শতাংশ বাড়াতে সাহায্য করবে।
এর আওতায় কাস্টমস ক্লিয়ারেন্স এবং কার্গো ট্রান্সশিপমেন্টের সময় প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনা হবে। ই- পেমেন্টের মাধ্যমে ওই তিনটি বর্ডার ক্রসিং পয়েন্টের (বিসিপি) কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বার্ষিক ৫ লাখ ২০ হাজার টনে উন্নীত হবে।
সেই সঙ্গে কাস্টমস ল্যাবরেটরি, ওয়্যারহাউস, প্রশিক্ষণ একাডেমিসহ আরও কিছু বিষয়ে কাজ করা হবে।