জাতীয়

একদিনে আরো ৩৬ ডেঙ্গুরোগী ভর্তি

একদিনে আরো ৩৬ ডেঙ্গুরোগী ভর্তি

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৪৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরো ৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ৩১ জন ঢাকা বিভাগের এবং বাকি পাঁচজন ঢাকার বাইরের।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১২৫ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ১৯ জন ডেঙ্গুরোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ২৩৮ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button