অর্থনীতি

কমলো সয়াবিন তেলের দাম

কমলো সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। রোববার দাম কমিয়ে নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়, ১ লিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ খুচরা মূল্য ১৮০ টাকা, ১ লিটার বোতল সয়াবিন তেল ১৯৯ টাকা, ৫ লিটার বোতল সয়াবিন তেল ৯৮০ টাকা মূল্যে বিক্রয় করা হবে। ২৭ জুন থেকে এ মূল্য তালিকা কার্যকর হবে।

এর আগে, আজ রোববার বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, সম্প্রতি বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করায় দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে ভোজ্যতেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে সম্প্রতি তেল উৎপাদনকারী প্রধান দেশগুলোতে বীজ সংগ্রহের মৌসুম শুরু হওয়ায় গতমাসে বিশ্ববাজারে আবারও দাম কমতে শুরু করেছে। এ সময় ১১ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমেছে ভোজ্যতেলের দাম।

Related Articles

Back to top button