জাতীয়

করোনা রোধে শিগগিরই ৫-১২ বয়সীদের টিকাদান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা রোধে শিগগিরই ৫-১২ বয়সীদের টিকাদান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে শিগগিরই ৫-১২ বয়সীদের টিকাদান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) পরিচালিত সার্টিফিকেট কোর্স অন নিউরোডেপেলভমেন্ট ডিসঅর্ডার্স শীর্ষক কোর্সের উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডিন ও ইপনার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো জাহিদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যাক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল ও শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটির মূল লক্ষ্য দেশব্যাপী স্নায়ুবিকাশজনিত সমস্যাগুলোর সেবাদানের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও জনসচেতনতা বৃদ্ধি করা।

Related Articles

Back to top button