ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ক্রিকেটার আল আমিনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেফতারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করেন আল আমিনের স্ত্রী ইশরাত জাহান মিশুর স্বজনরা। এতে গ্রামের বিভিন্ন স্তরের লোকজনও অংশ নিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন ও আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান।
ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন বলেন, স্ত্রী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আল আমিনকে বিচারের আওতায় আনতে হবে। তার কারণে যেন বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর বাবা ছবিবর রহমান বলেন, আমার মেয়ের ওপর নির্যাতন করায় আল আমিনের বিচার করতে হবে। একই সঙ্গে সবার দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে স্ত্রী ইশরাত জাহান মিশু ও দুই সন্তানের ওপর নির্যাতন করছিলেন ক্রিকেটার আল আমিন। চলতি বছরের ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন আল-আমিন। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করেন আল আমিন। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন ইশরাত জাহান মিশু।