
এম এমন জামান মনি পাটকেলঘাটা থেকে :
প্রজিৎ ঘোষের কথায় ও খুলনা বেতারের মূখ্য সঙ্গীত প্রযোজক প্রদীপ রাহার সুর ও সঙ্গীত পরিচালনায় রবিবার দুপুর ৩ টায় বাংলাদেশ বেতার খুলনায় রেকর্ড করা হয় সাতক্ষীরার বিশিষ্ট কন্ঠশিল্পী ইন্দ্রজিত ও খুলনার জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনার একটি দ্বৈত গান।
এ বিষয়ে গীতিকার প্রজিৎ ঘোষ বলেন, আমি আজ অত্যান্ত আনন্দিত এ কারণে যে, ইন্দ্রজিতের মত কন্ঠশিল্পী আমার লেখা গান করলেন। এছাড়া প্রদীপ রাহা গানটিতে দারুণ সুরারোপ করায় গানটি এক অন্যরকম মাত্রা পেয়েছে।
কন্ঠশিল্পী ইন্দ্রজিত বলেন, প্রজিৎ দা দারুণ গান লেখেন। রোমান্টিক ধাচের এ গানটি উনার এক অপূর্ব লেখনি। এছাড়া গানটিতে প্রদীপ রাহা সময় উপযোগী সুর করায় শ্রোতাদের ভালো লগবে বলে আশা করি। আমার সাথে আমার কো আর্টিস্ট সাবিনা চমৎকার গেয়েছে। এর আগে এই দুই শিল্পী খুলনা বেতারের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘সাত সতেরো’ তে নব্বই দশকের একটি চলচিত্রের গান করে সঙ্গীত বিভাগের সকল কলা কুশলী ও দর্শক স্রোতাদের মন জয় করেছিলেন।