
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঠাম ধরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ৯টার দিকে কনস্ট্রাকশন কাজ শেষে কয়েকজন শ্রমিক একটি ভটভটিতে করে কাঠামদরবস্ত রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পাঁচ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।
স্থানীয়দের বরাতে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, একটি ভবনের ছাদ ঢালাই শেষে টভটিতে ঢালাই মেশিন তুলে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। কাঠাম ধরবস্ত এলাকায় পৌঁছালে একটি ট্রেন তাদের ভটভটিতে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন আরো কয়েকজন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।