দেশজুড়ে

জনসমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায়: হানিফ

জনসমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায়: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না, কিন্তু বিএনপি করেছিল। তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।

শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন কমিশন অধিক গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয়, সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচন হবে না, এমনটাও নয়।

তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আমি কোনো সংকট দেখি না। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে, তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসবে।

এ সময় কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button