
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রকালীন ডিউটি পালনকালে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ফারুক ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার ট্রাকের হেলপার এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে মহাসড়কের নিতায়শা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য ওমর ফারুক গাইবান্ধা, ফুলছড়ি, গুণভরী গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপ চালকের দ্বায়িত্বে ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালিন ডিউটি করছিলেন এক দল পুলিশ সদস্য। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা পাথরবোঝায় একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয় তাকে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।