দেশজুড়ে

ডিজিটালাইজড বাংলাদেশে এক ধাপ এগিয়ে মেহেরপুর

ডিজিটালাইজড বাংলাদেশে এক ধাপ এগিয়ে মেহেরপুর

স্টাফ রিপোর্টার:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাধীনতার সূতিকাগার ও ঐতিহ্যবাহী মেহেরপুরকে জন-নিরাপদ জনপদ ও দৃষ্টি নন্দন জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। ডিজিটালাইজড বাংলাদেশে মেহেরপুর জেলা এক ধাপ এগিয়ে। জেলার আরো উন্নয়ন করতে হলে সবার সহযোগিতা ও পরিবর্তনের মানসিকতা থাকলে বর্তমান উন্নয়নশীল সরকারের হাত দিয়েই মেহেরপুর জেলা হবে জননিরাপদ ও দৃষ্টি নন্দন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মেহেরপুর ভৈরব নদীর অনেকাংশ খনন হয়েছে। ভৈরব নদী খননের ফলে অনেক মানুষ মৎস্যজীবী হয়ে জীবন সংসার পরিচালনা করছেন। ফলে এলাকায় চুরি ডাকাতি বন্ধ হয়েছে।

বুধবার (১৩ জুলাই) মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত আমঝুপি, পিরোজপুর নবগঠিত শ্যামপুর ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভৈরব নদীর ওপর জেলার অনেক পরিবার নির্ভশীল হয়ে পড়েছে। তাই ভৈরব নদীতে পাট পচানো যাবে না। পাটের পচা গন্ধে পানি দুষিত হয়ে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। যারা আইন অমান্য করে ভৈরব নদীতে পাট পচাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাস্তার ধারে ডোবা অথবা পাটের জমিতেই গর্ত করে পাট পঁচানোর পরামর্শ দেন তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

Related Articles

Back to top button