দেশজুড়ে

তালাবদ্ধ ঘরে মিলল বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ

তালাবদ্ধ ঘরে মিলল বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘরের তালা ভেঙে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নজির উদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুন।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার থেকে ওই দম্পতির জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে আমাদের জানালে তালা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও বলেন, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

Related Articles

Back to top button