আন্তর্জাতীক

দুলাভাইয়ের সঙ্গে কনের সম্পর্ক, বিয়ের আসরে পর্দা ফাঁস করলেন বর

দুলাভাইয়ের সঙ্গে কনের সম্পর্ক, বিয়ের আসরে পর্দা ফাঁস করলেন বর

চারদিকে বিয়ের আমেজ। বর-কনে সেজেছে অপরূপ সাজে। তাদের দেখতে বিয়ের আসরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই। কিন্তু আচমকা ভয়ানক কাণ্ড ঘটালেন বর। আসরটিতে বিয়ের আগেই হবু স্ত্রীর অন্তরঙ্গ দৃশ্য সবাইকে দেখালেন ক্ষুব্ধ বর। এতে হতবাক হন সবাই।
সম্প্রতি চীনের একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের আগে কনেকে এক দারুণ চমক উপহার দেওয়ার পরিকল্পনা করেন বর। বিয়ের আসরে কনের জন্য একটি ভিডিও অপেক্ষা করছিল। আর ভিডিওটি চালাতেই শুরু হয় এলাহি কাণ্ড।

জানা গেছে, পছন্দের পাত্রী তাকে ঠকাচ্ছেন বলে আন্দাজ করেছিলেন বর। তাই নিজেই গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন। অবশেষে তিনি জানতে পারেন, কনের বোন অন্তঃসত্ত্বা। তাই স্ত্রীর অন্তঃসত্ত্বার এই সময়ে দুলাভাই ও শ্যালিকার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। তিনি বিষয়টি কোনোভাবেই নিতে পারেননি। তাই হবু বউকে উচিত শিক্ষা দিতে পাত্রীর সঙ্গে তার দুলাভাইয়ের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন বর। আর বিয়ের দিনেই কনের আসল চরিত্র ফাঁস করেন তিনি। এতে ক্ষেপে বরের ওপর বিয়ের ফুল ছুড়ে মারেন ঐ কনে

Related Articles

Back to top button