দেশীয় পণ্য সমাহার নিয়ে ‘ধামাকা ডিসকাউন্ট মেলা
দেশীয় পণ্য সমাহার নিয়ে ‘ধামাকা ডিসকাউন্ট মেলা

নিজস্ব প্রতিবেদক:
দেশীয় পণ্যের সমাহার নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘ধামাকা ডিসকাউন্ট শপিং ফেস্টিভ্যাল ২০২২’।
ছোট উদ্যোক্তাদের পণ্যের বিক্রি, ভোক্তাদের কাছে পরিচিত ও প্রচার-প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে ৪২টি প্রতিষ্ঠান।
শনিবার দুপুরে ধানমন্ডির কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়। স্যামস ইভেন্ট আয়োজিত এ মেলা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
নারী ও পুরুষ উদ্যোক্তাদের দেশি পণ্য মসলিন, জামদানি ও তাঁতের শাড়ি, খাদি ও গামছা কাপড়ের শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিসসহ বাচ্চাদের খেলনাসামগ্রী নিয়ে মেলাটির আয়োজন করা হয়েছে। মোট ৪২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। হাতের তৈরি গহনার প্রতিষ্ঠান রয়েছে দুটি।
মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা বলেন, দেশিয় গহনা বাসায় বসে তৈরি করি। এখানে আসার উদ্দেশ্য মানুষ যেন এ পণ্যগুলোর বিষয়ে জানতে পারে। আমরা ছোট উদ্যোক্তা, বড় বড় শোরুমে দোকান নিয়ে পণ্যের প্রসার করা সম্ভব না। তাই এসব ছোট ছোট মেলায় অংশগ্রহণ করে আমাদের পণ্যগুলো প্রমোট করতে পারি।
মেলায় আসা ক্রেতারা বলেন, সব জায়গা থেকেই বিভিন্ন পণ্য ক্রয় করি। তাদের পণ্যগুলো আগেও দেখেছি এবং কিনেছি। পছন্দের ডিজাইন ও পণ্যের মান ঠিক থাকায় দেশীয় পণ্যের এসব মেলায় এসে পণ্য ক্রয় করি।
গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা ও সালাম মুর্শেদ সেবা সংগঠনের চেয়ারম্যান মিসেস শারমিন সালাম।