জাতীয়

দৈনিক এক ঘণ্টা লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করল ডিপিডিসি

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাভুক্ত এলাকাগুলোতে দৈনিক এক ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়েছে। ডিপিডিসি ঢাকা ও আশপাশের ৩৬টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।

ঢাকার মধ্যে যেসব এলাকা বিদ্যুৎ সেবা দিচ্ছে সেগুলো হলো- আদাবর, আজিমপুর, বনশ্রী, বাংলাবাজার, বংশাল, বাসাবো, ডেমরা, ধানমন্ডি, ঝিগাতলা, জুরাইন, কাকরাইল, কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ, মানিকনগর, মাতুয়াইল, মগবাজার, মতিঝিল, মুগদাপাড়া, নারিন্দা, পরীবাগ, পোস্তগোলা, রাজারবাগ, রমনা, সাতমসজিদ, শ্যামলী, শেরেবাংলা নগর, শ্যামপুর, স্বামীবাগ ও তেজগাঁও এলাকায়।

এছাড়া নারায়ণগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ সেবা দিচ্ছে ডিপিডিসি সেগুলো হলো- ফতুল্লা, কাজলা, পূর্ব ও পশ্চিম নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও শীতলক্ষ্যা।

কোন এলাকায় কখন লোডশেডিং হবে তা অনলাইনে জানিয়ে দিয়েছে ডিপিডিসি।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় সূচি অনুযায়ী লোডশেডিং দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। দৈনিক এলাকাভিত্তিক সর্বোচ্চ দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

সেই অনুযায়ী বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো কখন কোথায় লোডশেডিং হবে- সেই সূচি নির্ধারণ করেছে, যা কার্যকর হতে যাচ্ছে মঙ্গলবার।

দেখার জন্য ক্লিক করুন – তালিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button