
নড়াইল প্রতিনিধি:
নড়াইল পৌর শহরের দুর্গাপুরে নির্মাণাধীন রেললাইনের পাশের খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সকালে খালপাড়ের মরদেহটি দেখেনে গৃহবধূ নিপা বেগম।
স্থানীয়রা জানায়, ঘুম থেকে উঠে নির্মাণাধীন রেললাইনের পাশের খালে নবজাতকের মরদেহটি একটি কাককে ঠুকরে খেতে দেখেন নিপা। পিঠের অনেক অংশ খেয়ে ফেলে কাকটি। খালের মধ্যে একটি কাঠের গুঁড়ির ওপর নবজাতকের মরদেহ রাখা ছিল।
বিষয়টি জানাজানি হলে ফুটফুটে নবজাতককে দেখতে ভিড় করেন আশপাশের লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ছেলেসন্তান নবজাতকটি সদ্যভূমিষ্ঠ বলে মনে হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।