দেশজুড়ে

নববধূ সেজে ইয়াবা পাচার, আটক ৪

নববধূ সেজে ইয়াবা পাচার, আটক ৪

কক্সবাজারের টেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচারকালে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নূর ইসলাম, রাজু আহমেদ, কল্পনা আক্তার ও মাহমুদা আক্তার রেশমি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, একটি চক্রের সদস্যরা নববধূ সেজে ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন হোটেলে ইয়াবা সরবরাহ করে আসছে। কখনো নববধূ, কখনো পর্যটক হিসেবে পরিচয় দিতেন তারা। আটককৃত রাজু আহমেদ, কল্পনা আক্তার ও মাহমুদা আক্তার রেশমির বাড়ি ঢাকায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা করা হবে।

Related Articles

Back to top button