খেলাধুলা

পেসার শহিদুলকে নিষিদ্ধ করল আইসিসি

পেসার শহিদুলকে নিষিদ্ধ করল আইসিসি

অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের দায়ে বাংলাদেশি ক্রিকেটার পেসার শহিদুল ইসলামকে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এই সময় আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না ২৭ বছর বয়সী এ ডানহাতি পেসার।

আইসিসি অ্যান্টি-ডোপিং কোডের ধারা ২.১ ধারা লঙ্ঘনের জন্য শহিদুলকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করে। ফলে ১০ মাস ক্রিকেট-সম্পর্কিত সব কার্যক্রম থেকে দূরে থাকতে বলা হয়েছে তাকে।

শহিদুল গত ৪ মার্চ ঢাকায় একটি আন্তর্জাতিক সিরিজের আগে আইসিসির ডোপিং পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেখানে প্রস্রাবের নমুনা প্রদান করার পর, নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়ায় ডোপ টেস্টে পজিটিভ হন তিনি।

দোষ স্বীকার করে নেয়ায় শাস্তির মেয়াদ কমিয়ে ১০ মাস করা হয়।

এ সময় নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে তার খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না বলে শহিদুল আইসিসিকে বোঝাতে সক্ষম হন। অসাবধানতাবশত নিষিদ্ধ পদার্থটি গ্রহণ করেছিলেন তিনি।

তার এ নিষিদ্ধের মেয়াদ ২৮ মে ২০২২ থেকে আগামী ২৮ মার্চ ২০২৩ পর্যন্ত। এ সময় কোনো ধরণের ক্রিকেটের সঙ্গে থাকতে পারবেন না বাংলাদেশের হয়ে একটি টি-২০ ম্যাচ খেলা শহিদুল।

Related Articles

Back to top button