জাতীয়

প্রথম আট ঘণ্টায় টোল আদায় ৮২ লাখের বেশি

প্রথম আট ঘণ্টায় টোল আদায় ৮২ লাখের বেশি

যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মাসেতু। রোববার ভোর ৫টা ৪০ মিনিট থেকে শুরু হয় যান চলাচল।
এর পর থেকে প্রথম ৮ ঘণ্টায় সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২০০টি। এতে টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা।
রোববার বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানান।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মাসেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না।
বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জারি করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে

বিজ্ঞপ্তিতে পদ্মাসেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, পদ্মাসেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার,
পদ্মাসেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

এছাড়াও সেতু বিভাগ আরো জানিয়েছে, পদ্মাসেতুতে থ্রি হুইলার কিংবা সাইকেল চালিয়ে এবং এমনকি হেঁটেও পার হওয়া যাবে না।

আজ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ফেরি ঘাটের ভয়াবহ দুঃস্বপ্ন ছেড়ে সেতুর ওপর দিয়ে মাত্র ৬ মিনিটে সড়কপথে সরাসরি ঢাকায় যাবেন।

Related Articles

Back to top button