বিজিবিতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
বিজিবিতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

সাতক্ষীরা প্রতিনিধি:
বিজিবিতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
মোটা অংকের টাকার চুক্তিতে সীমান্তরক্ষা বাহিনী বিজিবিতে সিপাহী পদে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি।
গ্রেফতার প্রতারক চক্রের দুই সদস্য হলেন— সদর উপজেলার মুকন্দপুর গ্রামের ইকবাল হোসেন ও একই উপজেলার কাঁঠালতলা গ্রামের সুমাল কুমার সানা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরে ৯৯তম ব্যাচের সিপাহী পদে লোক নিয়োগ চলছে। সোমবার দুপুরের দিকে ব্যাটালিয়নের প্রধান গেটের সামনে সুমাল কুমার সানাকে সন্দেহজনক চলাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের সনৎ সরকারকে বিজিবির সিপাহী পদে চাকরি দেওয়ার নাম করে ইকবাল হোসেন ১০ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করেছেন। চুক্তি মোতাবেক সনৎ সরকার ইকবাল হোসেনকে ২টি ব্লাংক চেক দেন। সুমাল সানার দেওয়া তথ্যমতে, মুকন্দপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইকবাল হোসেনকে। আর জব্দ করা হয় ছয়টি ব্লাংক স্টাম্প ও ২টি ব্লাংক চেক।
অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন দীর্ঘদিন চাকরি দেওয়ার নাম করে এ প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান লে. কর্নেল আল-মাহমুদ।