দেশজুড়ে

মাইক্রোকে ঠেলে এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন

মাইক্রোকে ঠেলে এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেন

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহত হন। আহত হন আরো কয়েকজন। তারা সবাই খৈয়াছড়া ঝরনা থেকে ফিরছিলেন।

খৈয়াছড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আবছার বলেন, মাইক্রোবাসটিকে ঠেলে এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। তবে মাইক্রোবাসের ভেতর কতজন ছিলেন তা আমরা নিশ্চিত নই। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

Related Articles

Back to top button