বিনোদন

মুহিন আসছেন নতুন রূপে

সংগীত শিল্পী এবং সুরকার হিসেবেই জনপ্রিয় মুহিন খান। তবে অভিনয়ের দিকেও রয়েছে তার ব্যাপক আগ্রহ।
সেই আগ্রহ থেকেই কিছুদিন আগে ‘জীবন পাখি’ নামের একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন।

আসাদ সরকারের পরিচালনায় সিনেমাটি আগামী ঈদে দেশের সব জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তি পাবে।
এটি একটি আত্মহত্যাবিরোধী জনসচেতনতামূলক সিনেমা।

এ প্রসঙ্গে মুহিন বলেন, গান তো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অভিনয় নিয়েও আমার অনেক আগ্রহ আছে।
সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই অভিনয় করেছিলাম। এটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এটির ফলাফল যাই হোক না কেন, আমি অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করব।
শুধু সিনেমাই নয়, নাটকেও অভিনয়ের ইচ্ছা আছে আমার।

এদিকে গানের কাজে সব সময়ের মতোই ব্যস্ত তিনি। ৪০টি নতুন গান তৈরির প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। সিনেমার সংগীত পরিচালনার কাজও করছেন মুহিন।
‘পদ্মপুরাণ’, ‘প্রীতিলতা’, ‘ময়ূরাক্ষী’ এবং ‘হিরো পুলিশ’ নামের সিনেমাগুলোর সংগীত পরিচালনার পাশাপাশি এগুলোতে গানও গেয়েছেন তিনি।

Related Articles

Back to top button