জাতীয়

মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান

মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান

জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা মেট্রোরেলের দশম চালান খুলনার মোংলা বন্দরে পৌঁছেছে। এ চালানে রয়েছে ছয়টি কোচ ও দু’টি ইঞ্জিন।

বুধবার বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে চালান নিয়ে নোঙ্গর করে বিদেশি জাহাজ এম ভি এসপিএম ব্যাংকক। রাতে জাহাজ থেকে এসব সরঞ্জাম খালাস করা হবে।

এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৬টায় ছয়টি কোচ ও দু’টি ইঞ্জিনসহ বিভিন্ন ধরনের মেশিনারি পণ্যের ৪৮টি প্যাকেজ নিয়ে জাপান থেকে গত ৩ জুন ছেড়ে আসা এসপিএম ব্যাংকক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। সাবধানে গুরুত্বপূর্ণ ভারী ও মূল্যবান কোচ এবং ইঞ্জিন নামানো হবে। এসব মালামাল নামিয়ে দিয়ে বিদেশি জাহাজটি আগামীকাল বৃহস্পতিবার বিকেলে এ বন্দর ত্যাগ করবে। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) নামানো এসব মালামাল নদীপথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেয়া হবে।

মো. ওয়াহিদুজ্জামান আরো জানান, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৬২টি কোচ ও ৩০টি ইঞ্জিন এসেছে। আগামী আগস্টে আরো ১২টি কোচ-ইঞ্জিন আসবে।

Related Articles

Back to top button