দেশজুড়ে

বিপদসীমা অতিক্রম করেছে যমুনার পানি

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। শনিবার যমুনার পানি বিপদসীমার ৩০ সেমি অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) আব্দুর রহমান তাযকিয়া জানান, যমুনা নদীর পানির বিপদসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার।

বর্তমানে নদীর পানি ১৬ দশমিক ৭২ মিটার উচ্চতায় রয়েছে। ফলে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি ধরণ দেখে আশঙ্কা করা হচ্ছে শনিবার বিপদসীমার ৩০ সেমি অতিক্রম করতে পারে।

ধুনট উপজেলাতেও যমুনার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে ওই উপজেলায় সহড়াবাড়ি ঘাট পয়েন্টে ১৬ দশমিক ৭২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানে আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরো ছয়দিন পানি বাড়তে থাকবে। এরপর থেকে পানি কমতে শুরু করবে।

Related Articles

Back to top button