দেশজুড়ে

যৌতুক না পেয়ে হত্যা, ২৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুক না পেয়ে হত্যা, ২৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী আব্দুল আজিজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আজিজ সাতক্ষীরা শহরের সুলতানপুরের এন্তাজ সরদারের ছেলে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ দিয়ে সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি জহরুল হায়দার বাবু বলেন, যৌতুকের ৮০ হাজার টাকা আনতে না পারায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল বিকেলে স্ত্রী রেহেনা পারভীনকে পিটিয়ে হত্যা করেন আজিজ। এ ঘটনায় পরদিন আজিজ, তার ভাই রুহুল কুদ্দুসসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নিহতের চাচা শওকত আলী সরদার। শুনানি শেষে দীর্ঘ ২৪ বছর পর রোববার এ রায় দেয় আদালত।

Related Articles

Back to top button