রপ্তানি আয়ে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

রপ্তানি আয়ে রেকর্ড করলো বাংলাদেশ। সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থ বছরে এ খাত থেকে আয় করেছে ৫২ বিলিয়ন ডলার। এটি এ যাবত কালের সর্বোচ্চ রপ্তানি আয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সব শেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার প্রকাশিত তথ্যে জানা গেছে আয়ের প্রবৃদ্ধি গত বছরের চেয়ে ৩৪.৩৮ শতাংশ বেশি।
বরাবরের মতো পোশাক খাত থেকেই আয় বেশী হয়েছে। একক মাস জুলাইয়ে রপ্তানি আয় ৫ বিলিয়ন ডলার, আগের বছরের একই সময়ের চেয়ে আয় বেশি ৩৭.১৯ শতাংশ।
করোনা পরবর্তী লক ডাউন থেকে সরে এসে স্বাভাবিক বাণিজ্য শুরু করাতেই রপ্তানি আয় বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
আগের অর্থ বছরের চেয়ে যা ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার।
লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থ বছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার।
গত অর্থ বছরে প্রধান পণ্য তৈরির পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি। এদিকে অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ।
রপ্তানি আয়ে সবচেয়ে বেশি এই তৈরি পোশাক শিল্পখাত ২০২২ অর্থবছরে ৪২.৬১ বিলিয়ন ডলার আয় করেছে। যা ২০২১ অর্থবছরেও ৩১.৪৫ বিলিয়ন ডলার ছিল।
করোনা মহামারির থাবা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও রপ্তানির রেকর্ড গড়ে বাংলাদেশ।