রূপকার সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

পাটকেলঘাটায় রূপকার সংগঠনের পক্ষ থেকে ২০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বিকাল ৪ টায় পাটকেলঘাটা হাইস্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বজিৎ সাহা, শিক্ষক জিল্লুর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শেখ জাকির হোসেন। এবং অনুষ্ঠটির পরিচালনায় সার্বিক সহযোগিতা করনে মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি এক বক্তব্যে বলেন, যে কোনও প্রাকৃতিক দুর্যোগে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে এসে দাড়াতে হবে। এছাড়া তিনি রূপকার সংগঠনকে ধন্যবাদ দিয়ে বলেন আমি তাদের ধন্যবাদ জানাই তাদের এমন মহতী উদ্যোগে।
রূপকার সংগঠনের নির্বাহী পরিচালক মশরেফুজ্জামান ইমন বলেন, শীতের প্রকোপে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। সেই ধারাবিহকতায় আমরা প্রথম পর্যায়ে ২০০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা আরো অনেক গরিব দুখী মানুষের পাশে দাড়াতে পারবো।