জাতীয়

রেলের ভাড়া সমন্বয় শিগগিরই: রেলমন্ত্রী

রেলের ভাড়া সমন্বয় শিগগিরই: রেলমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শিগগিরই রেলের ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও এখনো পর্যন্ত ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এদিকে বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।

তিনি আরো বলেন, রেলের দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে। রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক করছেন তাদেরকেও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ রেলের দায়িত্ব আমার, আমাকে ক্রস করতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, সে দায়িত্ব রেলওয়ে নেবে না।

Related Articles

Back to top button