শিক্ষা

শাবি প্রেসক্লাবের সঙ্গে স্বপ্নোত্থানের মতবিনিময়

শাবি প্রেসক্লাবের সঙ্গে স্বপ্নোত্থানের মতবিনিময়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য, সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, প্রধান সমন্বয়ক শায়লা হোসেন মনীষা, কোষাধ্যক্ষ মারজিয়া রহমান নিঝুম, সহকারী কোষাধ্যক্ষ রাতিক হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সাইফ, প্রচার সম্পাদক আবু রায়হান, রক্তদান বিষয়ক সমন্বয়ক রেজওয়ানুল ইসলাম রাহাত, সহকারী রক্তদান বিষয়ক সমন্বয়ক মো. ফাহিম ফয়সাল শিকদার, সামিউর রহমান অনাদি, সহকারী শিক্ষা বিষয়ক সমন্বয়ক সংযুক্তা দাস, চ্যারিটি বিষয়ক সমন্বয়ক আল আমিন ফাহিম, সহকারী চ্যারিটি বিষয়ক সমন্বয়ক এস এম জাহিদ হাসান, সহকারী আইটি সম্পাদক শাওয়াল মাহমুদ প্রমুখ।

অন্যদিকে প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি রাজীব হোসেন, বর্তমান সহ-সভাপতি রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান, আদনান হৃদয়সহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।

এ সময় স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, স্বপ্নোত্থান সবসময় সমাজে অবহেলিত মানুষ, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। তাছাড়াও আমরা সমাজের চ্যালেঞ্জিং কাজগুলোকে নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমরা সেসব মানুষদের নিয়ে কাজ করতে চাই যাদেরকে সমাজের মানুষ ভিন্ন চোখে দেখে। আমরা চাই তারাও যেন নিজেদের মতো করে বেড়ে উঠে। নিজেরাই নিজেদের ওপর নির্ভরশীল হয়ে উঠে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

Related Articles

Back to top button