
আজকের এই শুভ জন্মদিনে লেখক ও শিক্ষিকা ফিরোজা বিউটিকে জানাই শুভকামনা।
ফিরোজা বিউটি সিরাজগঞ্জে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।
তার লেখা একক কাব্যগ্রন্হ ” হারিয়ে যাওয়া দিনগুলি ”
সংকলনঃ
“কুড়ি কুঁড়ি”, “ষোল আনা “, ” তের পার্বন”, “কাব্য মালা”,
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত অনেক কবিতা এবং ছোট গল্প।