জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশে ইতিবাচক পরিবর্তন: কৃষিমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে দেশে ইতিবাচক পরিবর্তন: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের অধিকাংশ মানুষ এখন সাবলম্বী। আগে মানুষ অভাব-অনটনের কারণে না খেয়ে থাকতো। এখন আর কেউ না খেয়ে থাকে না। এটা হলো দেশের উন্নয়ন। এই উন্নয়নকে আমাদের আরো এগিয়ে নিত হবে।
সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা সারের দাম কমিয়েছি। বিএনপির সময় সারের দাম তিনগুণ ছিল। কৃষকরা সারের জন্য আবাদ করতে পারতো না। সে সময় কৃষির কোনো উন্নয়ন ছিল না। এখন কৃষিতে আমূল পরিবর্তন এসেছে।

এ সময় ধনবাড়ী উপজেলার পাইস্কা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নের ১ হাজার ৫০০ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

Related Articles

Back to top button