সঠিকভাবে তথ্য চাইলে কর্মকর্তারা দিতে বাধ্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সঠিকভাবে তথ্য চাইলে কর্মকর্তারা দিতে বাধ্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার।
জনগণ সঠিকভাবে তথ্য চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই তথ্য দিতে বাধ্য থাকবেন।
বুধবার সমাজসেবা অধিদফতরে ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাকে আবেদন করতে হবে।
তবে অনেক সময় কিছু কর্মকর্তার না জানায় কারণে জনগণ সঠিক তথ্য পায়না। এ জন্য তথ্য অধিকার কর্মকর্তাদের আরো জানার প্রয়োজন রয়েছে।
তারা যত জানবেন তত তথ্য জনগণকে দিতে পারবেন।
কর্মশালায় কি-নোট পেপারস উপস্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. শাহ আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মেহদী হাসান ও উপসচিব খাদিজা নাজনীন প্রমুখ।