সব ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মাসেতু উপহার দিয়েছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী
সব ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মাসেতু উপহার দিয়েছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু দেশবাসীকে উপহার দিয়েছেন।
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পদ্মাসেতু পাড়ি দেওয়ার অনুভূতি ব্যক্ত করে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না।’ বঙ্গবন্ধুকন্যা সেই কাজটি করে দেখিয়েছেন। তিনি বলেছিলেন, ‘বদলে দেবেন বাংলাদেশ।’
তিনি আরো বলেন, আমাদের স্বপ্ন ছিল পদ্মাসেতু। আমাদের এ স্বপ্নের সেতু নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। অনেক ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা দৃঢ় হাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজ আমাদের হৃদয়ের পদ্মাসেতুটি উপহার দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- আইজিপি ড. বেনজীর আহমেদ, গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা, এসপি আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।