
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তাসলিমা খাতুন নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন একই গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী।
নিহতের মেঝো জা পারুল বেগম বলেন, তাসলিমা খাতুন তার সেজো দেবরের স্ত্রী। সংসারে অভাব অনাটনের কারণে আমার দেবর বিভিন্ন জেলায় দিন মজুরের কাজ করেন। তার দুই ছেলে আছে।
তিনি আরো বলেন, রাত ১টার দিকে তাসলিমার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। আমি তাদের ঘরে গিয়ে দেখি তাসলিমা ঘরে নেই। ছেলে দুটি খাটের উপর বসে কাঁদছে। তাকে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।