
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের মাস্টারমাইন্ড হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আহমেদ।
এর আগে, শুক্রবার গভীর রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাফিজুল একই উপজেলার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাবুলিয়া বাজারের পাশে ডিবি পুলিশ পরিচয়ে আক্তারুল ইসলাম নামে একজনকে আটক করে ছিনতাইকারীরা। একপর্যায়ে তার চোখে কালো কাপড় বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে সঙ্গে থাকা টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী আক্তারুল।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাস্টামাইন্ড হাফিজুলকে গ্রেফতার করে র্যাব। তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।