দেশজুড়ে

সাতক্ষীরা সড়কে বৈদ্যুতিক পোল হেলে পড়ে ব্যাপক যানযট সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সড়কে বৈদ্যুতিক পোল হেলে পড়ে ব্যাপক যানযট সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে বৈদ্যুতিক পোল হেলে পড়ে ব্যাপক যানযট সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা শহরের বাইপাসে ওজোপাডিকো লিঃ এর বেশ কিছু বৈদ্যুতিক পোল হেলে পড়েছে। এর ফলে পন্যবাহি ট্রাক সহ ভারি যানবাহন শহরের মধ্যে দিয়ে চলাচল করায় ব্যাপক যানযট সৃষ্টি হয়।

ধারনা করা হচ্ছে বিগত কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে পানি জমে পোলগুলোহেলে পড়েছে।তবে গতরাতে হেলে পড়া পোলগুলো এখনো সরানো হয়নি।

এব্যাপারে ওজোপাডিকো লিঃ এর সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান প্রতিটি পোলের দৈর্ঘ্য ১৫ মিটার হওয়ায় তা সোজা করার মতো যন্ত্রাংশ ও পর্যাপ্ত জনবল না থাকায় বৈদ্যুতিক পোলগুলো এখনো সোজা করা হয়নি।

তবে তিনি যানান মাদারীপুর থেকে যন্ত্রাংশ ও জনবল আসছে যত তাড়াতাড়ি সম্ভব বৈদ্যুতিক পোলগুলো রাস্তা থেকে সরানোর কাজ শুরু হবে।

Related Articles

Back to top button