অর্থনীতি

সানসিল্ক শ্যাম্পু, রয়েছে প্রাকৃতিক উপাদানের সক্রিয় মিশ্রণ

সানসিল্ক শ্যাম্পু, রয়েছে প্রাকৃতিক উপাদানের সক্রিয় মিশ্রণ

নতুনরূপে বাজারে এল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) জনপ্রিয় হেয়ারকেয়ার ব্র্যান্ড সানসিল্ক।
সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মোড়কে ব্র্যান্ডটির বাজারজাতকরণ শুরু হয়েছে।

এ নতুন প্রাকৃতিক উপাদানের মিশ্রণে গঠিত সানসিল্ক শ্যাম্পু থেকে মূলত তিন ধরনের চুলের সমস্যার সমাধান পাওয়া যাবে।
চুল আরও চকচকে কালো, ঘন ও লম্বা করতে সাহায্য করবে এই শ্যাম্পু। এ ছাড়া চুল পড়া কমিয়ে চুলের গোড়া করবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল।
চুল চকচকে কালো করার জন্য সানসিল্ক ব্ল্যাক শাইনে রাখা হয়েছে আমলা, পার্ল প্রোটিন ও ভিটামিন ই-এর প্রাকৃতিক সংমিশ্রণ।
কেরাটিন, দই ও নারকেল তেল চুল ঘন ও লম্বা হতে সাহায্য করে। তাই সানসিল্ক থিক অ্যান্ড লং শ্যাম্পুতে রয়েছে এসব উপাদানের প্রাকৃতিক মিশ্রণ।
সঙ্গে চুল পড়ার সমাধান নিয়ে হাজির হয়েছে প্রোটিন, কাঠবাদাম ও ভিটামিন ই-এর সংমিশ্রণে গঠিত সানসিল্ক হেয়ারফল সল্যুশন।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের পরিচালক আফজাল হাসান খান বলেন,
প্রচলিত রীতিনীতি ও সীমাবদ্ধতার বাইরে গিয়ে মেয়েদের জন্য সর্বত্র সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে বিশ্বাসী সানসিল্ক।
ব্র্যান্ডটি এমনভাবে চুলের যত্ন নেয়, যাতে প্রতিমুহূর্তে চুল সুন্দর দেখায় ও আত্মবিশ্বাসী করে।
পাশাপাশি এর ধারাবাহিক নতুন উদ্ভাবন-প্রচেষ্টা সানসিল্ককে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হেয়ারকেয়ার ব্র্যান্ডে পরিণত করেছে। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button