সিসডো সংগঠনের উদ্যোগে কৃষকদের মাঝে খাদ্য ও পুষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
কৃষকদের মাঝে খাদ্য ও পুষ্টি বিতরণ করেছে সিসডো সংগঠন। গতকাল ৯ মার্চ ২০২২ তারিখে সংগঠনের নিজস্ব উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলার তালা থানার বিভিন্ন গ্রামের মানুষের মাঝে সংগঠনের মাধ্যমে পুষ্টিকর তেল, ডাল, চাল, ডিম সহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি তাপস কুমার মল্লিক বলেন বাংলাদেশের মতো একটি কৃষি-প্রধান দেশে কৃষকদের অবদানে আমাদের সব সময় বিশ্বাস রাখতে হবে কারণ তারাই আমাদের জীবনের মূল চালিকাশক্তি। তারা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খাদ্য সরবরাহ করে। তারা নানা সমস্যায় জর্জরিত, জীবন-যুদ্ধে অনেক পিছিয়ে।
তারা সঠিক খাবার পায় না; তারা অপুষ্টিতে ভোগেন; তাদের সন্তানরা সঠিক শিক্ষা পায় না; এবং তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।
এর পাশাপাশি এই কৃষকরা স্থানীয় মহাজনদের দ্বারা শোষণের শিকার হয়, তাদের দ্বারা নিয়মিত নির্যাতিত এর ফলে আমাদের দেশ আরও খারাপ হয়।
কৃষকেরা আজ চরম দুর্ভোগে পড়েছে। আর এখন আমরা যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে না পারি, তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ না দিতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ একদিন খাদ্য সংকটে পড়বে এবং আমাদের দেশের মানুষ খাদ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই এখন আসুন আমরা এই লোকদের পাশে দাঁড়াই এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করি। আর তাই, এই মহৎ লক্ষ্যকে সামনে রেখে, SESDO-তে আমরা এই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সঠিক খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে চাই।